প্রচ্ছদ ›› জাতীয়

নারীকে চাপা দিয়ে নীলক্ষেত পর্যন্ত টেনে-হিঁচড়ে নিল প্রাইভেটকার

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২২ ১৮:০৩:৫৭ | আপডেট: ২ years আগে
নারীকে চাপা দিয়ে নীলক্ষেত পর্যন্ত টেনে-হিঁচড়ে নিল প্রাইভেটকার
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রুবিনা আক্তার(৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ফেসবুকে এই নারীকে সড়ক দিয়ে টেনে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাগে প্রাইভেটকারটি পেছন থেকে ঐ নারীকে ধাক্কা দেয়। তবে প্রাইভেটকারটি এরপরও না থেমে ঐ নারীকে টেনেহিঁচড়ে প্রায় নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্রের গেট পর্যন্ত নিয়ে যায়। পরে উত্তেজিত জনতা চালককে আটকে মারধর করে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধাক্কা দেয়ার পর ওই নারীকে গাড়ির বাম পাশে সামনের চাকার পেছনে বাঁধিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে প্রাইভেটকারটি।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা জানান, চালক ও নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশ।