প্রচ্ছদ ›› জাতীয়

ঢামেকে কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৩ ১৬:১২:৪৪ | আপডেট: ২ years আগে
ঢামেকে কারাবন্দীর মৃত্যু

ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

শনিবার কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে সকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বন্দী এস এম মহাসিন উল মুলক (৬৮) এর বাবার নাম বরকতউল্লাহ সরদার (মৃত)। তিনি কি মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।