প্রচ্ছদ ›› জাতীয়

‘তলাবিহীন ঝুড়ি থেকে সম্ভাবনাময় দেশ বানিয়েছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫১:৩১ | আপডেট: ২ years আগে
‘তলাবিহীন ঝুড়ি থেকে সম্ভাবনাময় দেশ বানিয়েছেন প্রধানমন্ত্রী’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বর্তমানে ক্ষমতায় থেকেই বেশকিছু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন যারা সমালোচনা করে বলেছিল- দেশে কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে ও না খেয়ে মারা যাবে, তাদের কথা ভুল প্রমাণিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।