প্রচ্ছদ ›› জাতীয়

তাইওয়ান সংকট: গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২২ ১৯:৪৩:৩০ | আপডেট: ৩ years আগে
তাইওয়ান সংকট: গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

তাইওয়ান প্রণালিতে উদ্ভূত সংকট গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। একইসঙ্গে এই অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে এ আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়াতে পারে এবং এই অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং ইউএন চার্টার ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পেলোসির এই সফর ‘এক চীন’ নীতির ভয়াবহ লঙ্ঘন। এর মাধ্যমে চীনের স্বার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় আঘাত হানা হয়েছে। পাশাপাশি ‘তাইওয়ানের স্বাধীনতা’র পক্ষে থাকা বিচ্ছিন্নতাবাদীদেরও ভুল বার্তা দেওয়া হয়েছে এই সফরের মধ্য দিয়ে।

এর আগে গত ২ আগস্ট চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ান সফরে যান মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।