তীব্র তাপপ্রবাহের মধ্যে সারা দেশের অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এসময়ে শুধু সাদা শার্ট কালো প্যান্ট পরেই আদালতের কার্যক্রমে অংশ নেয়া যাবে। তবে উচ্চ আদালতের আইনজীবী ও বিচারকদের ড্রেসকোড অপরিবর্তিত থাকবে।
শনিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বৈঠকের পরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোট-গাউন পরার বাধ্যবাধকতা নিয়ে আইনজীবীদের অসন্তোষ নতুন নয়। আইনজীবীদের মধ্যে নানা দল, নানা মত থাকলেও গ্রীষ্মের মধ্যে কালো কোট-গাউন না পরার পক্ষে সবাই।
এরমধ্যেই বৃহস্পতিবার ঢাকার আদালত চত্বরে ‘হিট স্ট্রোকে’ সৈয়দ শফিউল ইসলাম আলাউদ্দিন নামে এক আইনজীবীর মৃত্যুর পর তা আরও জোরাল হয়।
এরপরই আদালতে আইনজীবী ও বিচারকদের ‘ড্রেস কোড’ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের বিচারকদের আলোচনায় বসেন প্রধান বিচারপতি।