দ্য বিজনেস পোস্টের সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন বলেছেন, অ্যাডভোকেট তাপস মজুমদারের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। তার শূন্যস্থান কখনো পূরণ হবার নয়।
ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্ট ও দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদারের আকস্মিক মৃত্যুতে স্মৃতিচারণ ও প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বিকালে দৈনিক আমাদের সময়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভারাক্রান্ত কণ্ঠে সম্পাদক বলেন, ‘আমরা একজন কর্মীবান্ধব মানুষকে হারালাম। তিনি সব সময় কাজের মধ্যে থাকতে পছন্দ করতেন। সকালে অফিসে গিয়ে যখন তার আসনটি শূন্য দেখলাম, মনে হচ্ছিল তিনি আসবেন! এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল যে; অফিসে গেলে তিনি আর আমাদের অভ্যর্থনা জানাবেন না।’
তাপস মজুমদারের আত্মার শান্তি কামনা করেন খোন্দকার শওকত হোসেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্মৃতিচারণ ও প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামাল হোসেন ও ইউনিক গ্রুপের এইচআর সিনিয়র জিএম অ্যান্ড হেড অফ সোশ্যাল ভেঞ্চার মেজর নাসিমুল হক (অব.)। এছাড়া আমাদের সময় ও বিজনেস পোস্টের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার ভোর চারটার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট তাপস মজুমদার।
এরপর সকাল সাড়ে ৭টার দিকে তাপস মজুমদারের মরদেহ দৈনিক আমাদের সময়ের আম্রকাননে নিয়ে আসা হয়।
এ সময় শ্রদ্ধা জানান নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী ও সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন। এ ছাড়া ইউনিক গ্রুপ ও পিএইচপি গ্রুপের সিনিয়র কর্মকর্তারা তাপস মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানান।
এরপর একে একে শ্রদ্ধা জানান আমাদের সময় ও বিজনেস পোস্টের সিনিয়র সাংবাদিকরা। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
তাপস মজুমদারের মৃত্যুতে বিজনেস পোস্ট ও আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দ্য বিজনেস পোস্টের সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন।
আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইউনিক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাপস মজুমদার। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
মৃত্যুকালে তাপস মজুমদারের বয়স হয়েছিল ৫৫ বছর।