প্রচ্ছদ ›› জাতীয়

তুরস্কে ভূমিকম্প: ঘানার ফুটবল তারকা আতসুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯:২২ | আপডেট: ২ years আগে
তুরস্কে ভূমিকম্প: ঘানার ফুটবল তারকা আতসুর মরদেহ উদ্ধার
ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসু

তুরস্কের ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর ঘানার ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসুর (৩১) বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি’র।

তিনি ঘানার আন্তর্জাতিক প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি ও নিউক্যাসলে খেলেছেন।

আতসুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তার নানা সেচেরে। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে হাতায়ের আন্তাকায় তার অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকেই আতসু নিখোঁজ ছিলেন।

তুর্কি শীর্ষ-ফ্লাইট ক্লাব হাতায়স্পোর এক টুইটে জানায়, ‘শোক প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আতসু, আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক।’

ভূমিকম্পের পর হাতায়স্পোর প্রথমে জানিয়েছিল ‘আহত অবস্থায়’ আতসুকে উদ্ধার করা হয়েছে, কিন্তু একদিন পরে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে।

তার এজেন্ট নানা সেচেরে শনিবার এক টুইটে এই খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘শোকসন্তপ্ত হৃদয়ে সমস্ত শুভাকাঙ্ক্ষীকে আমি জানাচ্ছি যে আজ সকালে আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।’

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘প্রায় দুই সপ্তাহ মানসিক টানাপোড়েনের’ পর শনিবার সকালে আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ার ভূমিকম্প এবং আফটারশকগুলোতে ৪০ হাজরেরও বেশি মানুষ মারা গেছে বলে জানা গেছে।