প্রচ্ছদ ›› জাতীয়

তুরাগে সুবিধাবঞ্চিতদের জন্য ক্লিনিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৩ ১০:০৭:৫৯ | আপডেট: ২ years আগে
তুরাগে সুবিধাবঞ্চিতদের জন্য ক্লিনিক উদ্বোধন

ঢাকার তুরাগে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে উদ্বোধন হলো ডিএমসি কে-৩৪ মেডিক্যাল ক্লিনিক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে অঞ্চলটিতে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের পরামর্শ প্রদান ও ঔষধ বিতরণ করা হবে সুবিধাবঞ্চিত মানুষদের।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাবিক- ইউএসএ’র পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ আরিফা চৌধুরী রহমান।

আরো উপস্থিত ছিলেন ডু বেটার ফর দি চিল্ড্রেনের নির্বাহী পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, নাবিক-ইউএসএ’র বাংলাদেশস্থ উপদেষ্টা কমিটির চেয়্যারম্যান হায়দার আহমেদ খান এফসিএসহ প্রমুখ।

অনুষ্ঠানটির এক পর্যায়ে চলমান প্রকল্পটি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

দাতব্য চিকিৎসাকেন্দ্রে আগত চিকিৎসা সেবা নিতে আসা মোঃ সাইফুদ্দিন জানান, এই এলাকায় মানুষের চিকিৎসা সেবা নিতে দূরে যেতে হতো। এই কেন্দ্রটি চালু হওয়াতে এলাকবাসী যথেষ্ঠ উপকৃত হবে।

এনসিএইচ, নাবিক সেন্টার ফর হিউম্যানিটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৬টি সেন্টার পরিচালিত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন করছে দাতব্য সেচ্ছাসেবী সংস্থা ডু বেটার ফর দি চিল্ড্রেন ও অর্থায়নে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক সংগঠন নাবিক-ইউএসএ। প্রল্পটির মাধ্যমে ইতোপূর্বে প্রায় এক লক্ষ মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। পাশাপাশি মা ও শিশু’র পুষ্টি কার্যমক্রম, দৈনদিন স্বাস্থ্য সচেতনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে এই প্রকল্পটির মাধ্যমে।