প্রচ্ছদ ›› জাতীয়

তেজগাঁও টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৩ ১১:০২:৫১ | আপডেট: ২ years আগে
তেজগাঁও টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: প্রতিকী

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সুত্রপাত বলে জানায় ফায়ারসার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, টিসিবির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ১২টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুই ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ১২টা ২৪ মিনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।