প্রচ্ছদ ›› জাতীয়

তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২২ ১৬:৪৭:৫১ | আপডেট: ২ years আগে
তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে সাইমুদ্দিন সানি (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ডিপিডিসির ঠিকাদারের অধীনস্থ শ্রমিক ছিলেন।

শনিবার বেলা ১১টায় তেজতুরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সানিকে হাসপাতালে নিয়ে আসা সহকারী প্রকৌশলী মুক্তাদির ও সহকর্মী নুরুজ্জামান বলেন, ‘পশ্চিম তেজতুরি বাজার মসজিদের পাশে মই দিয়ে বিদ্যুৎ লাইনের উপরে থাকা গাছ কেটে পরিষ্কার করছিল সানি। এ সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি সিলেট জেলার জালালাবাদ উজান মৃরেগাঁও গ্রামে। তার বাবার নাম ছোমাদ আলী। সবশেষ তিনি আমুলিয়া বন্ধন সিটি ডেমরায় থাকতেন।