বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টিরও বেশি দোকান। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, থানচি বাজারে হঠাৎ আগুন লেগে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুনে প্রায় ৫০টির বেশি দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ-ছয় কোটি টাকা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে থানচি বাজারের টিএন্ডটি পাড়ার একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। থানচি ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আলিকদম থেকেও ফায়ার সার্ভিসের আরও ইউনিট আসছে।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, বাজারের দক্ষিণ কোণ থেকেই আগুনের সূত্রপাত হয়।
থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাজারে ৫০টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আবুল মনসুর বলেন, অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে গত ২২ মার্চ থানচির বলি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।