প্রচ্ছদ ›› জাতীয়

দ. এশিয়ার মধ্যে বাংলাদেশে গরুর মাংস ও রুটির দাম সবচেয়ে বেশি: সিপিডি

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২২ ১৬:০৮:৫৯ | আপডেট: ২ years আগে
দ. এশিয়ার মধ্যে বাংলাদেশে গরুর মাংস ও রুটির দাম সবচেয়ে বেশি: সিপিডি

গত চার বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে রুটি ও গরুর মাংসের দাম সবচেয়ে বেশি। এমনকি মাংসের দামও বিশ্ববাজারের চেয়ে বেশি।

সিপিডি কার্যালয়ে ‘বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ উত্তরণ কোন পথে?’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে ২০১৯ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত দামগুলো তুলে ধরা হয়েছে৷

সেখানে দেখা যায়, বাংলাদেশে এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮৪ টাকা, ভারতে বিক্রি হচ্ছে ৫৮০ টাকা, শ্রীলঙ্কায় ৫৪৫ টাকা, নেপালে ৪৬৫ টাকা, পাকিস্তানে ৩৭৫ টাকায়।

২০১৯ সালে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ছিল ৫৫৪ টাকা, শ্রীলঙ্কায় ৫০৯ টাকা, ভারত ৪৫৩ টাকা, নেপালে ৪৪৮ টাকা এবং পাকিস্তানে ৩২৯ টাকা কেজি। কিন্তু ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে গরুর মাংসের দাম ছিল ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা।

বাংলাদেশে একটি ৫০০ গ্রাম পাউরুটির দাম ৬২ টাকা, যেখানে পাকিস্তানে ৪৫ টাকা, ভারত ও নেপালে ৪৮ টাকা এবং শ্রীলঙ্কায় ৫০ টাকা। ২০১৯ সালে বাংলাদেশে একই পরিমাণ রুটির দাম ছিল ৫৯ টাকা, পাকিস্তানে ৩৭ টাকা, ভারতে ৪০ টাকা, নেপালে ৫০ টাকা এবং শ্রীলঙ্কায় ৩৯ টাকা।

সিপিডি জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য গম আমদানি ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বাজারে ময়দার দাম বেড়ে যাওয়ায় বেড়েছে রুটির দাম।

এছাড়া, ২০১৯ সাল থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সবচেয়ে বেশি হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক মূল্য (৬০ এমবিপিএস) বাংলাদেশে ছিল ২৪৫৪ টাকা, পাকিস্তানে ১৮১০ টাকা, ভারতে ১০২০ টাকা, নেপালে ১৫২০ টাকা এবং শ্রীলঙ্কায় ১৫১৫ টাকা।

এই বছরে বাংলাদেশে একই প্যাকেজ মূল্য ২৪৯২ টাকা, পাকিস্তানে ২২৫৭ টাকা, ভারতে ৯০৭ টাকা, নেপালে ১৩১২ টাকা এবং শ্রীলঙ্কায় ৯৫৩ টাকা।