দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
এতে বলা হয়, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীর ইশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র দাবদাহের মধ্যে সিলেট জেলার বিভিন্ন জায়গায় সোমবার বৃষ্টি হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোম্পানিগঞ্জ জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুরে বৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টিতে সিলেট নগরীতে কিছুটা শীতল হাওয়া বইছে।