রাজধানীর হাজারীবাগে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের রায়ের বাজারের গাদিঘর এলাকার ভাড়া বাসা থেকে ওই নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া।
তিনি বলেন,‘আমরা সন্দেহ করছি যে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। বর্তমানে আমরা নিহতের পরিচয় ও শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’