প্রচ্ছদ ›› জাতীয়

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২২ ১১:৫৯:৫৭ | আপডেট: ২ years আগে
দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

রাজধানীর হাজারীবাগে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের রায়ের বাজারের গাদিঘর এলাকার ভাড়া বাসা থেকে ওই নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া।

তিনি বলেন,‘আমরা সন্দেহ করছি যে  পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। বর্তমানে আমরা নিহতের পরিচয় ও শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’