প্রচ্ছদ ›› জাতীয়

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২২ ১১:২২:৩২ | আপডেট: ৩ years আগে
দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম
(ফাইল ছবি)

বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে আছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৯ টা ১২ মিনিটে বায়ুর গুণমান সূচক (একিউআই) স্কোর ১১৯ রেকর্ড করা হয়েছে।

একিউআই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান এখনও 'অস্বাস্থ্যকর'।

ইন্দোনেশিয়ার জাকার্তা, সৌদি আরবের রিয়াদ এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৬৩, ১৫৮ এবং ১৫১ একিউআই স্কোর নিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছে।

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।

একইভাবে, ২০১ থেকে  ৩০০ এর মধ্যে একিউআই স্কোর  'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিরপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।