দেশীয় প্রযুক্তিতে প্রথম ডেমু ট্রেন চলাচল শুরু হবে রোববার। আপাতত এক সেট ডেমু ট্রেন রংপুর-পার্বতীপুর রুটে চলাচল করবে।
শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।
তিনি বলেন, রোববর থেকে পার্বতীপুর-রংপুর রুটে একটি ডেমু ট্রেন চলাচল করবে। প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রংপুরে পৌঁছাবে। আবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে।
পার্বতীপুর থেকে দিনাজপুর, পার্বতীপুর থেকে কাউনিয়া ও কাউনিয়া থেকে কুড়িগ্রাম রুটেও ডেমু ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
চীনা প্রযুক্তিতে তৈরি ডেমু ট্রেন দেশীয় প্রযুক্তিতে রুপান্তর করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামান।