প্রচ্ছদ ›› জাতীয়

ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২

দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি, কমেছে জন্ম হার

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ১২:৩৭:২২ | আপডেট: ৩ years আগে
দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি, কমেছে জন্ম হার
ছবি: সংগৃহীত

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যা এর আগের শুমারি তথা ২০১১ সালে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। সে হিসেবে গত ১০ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। এবারের শুমারি অনুযায়ী দেশে কমেছে জন্মের হার। 

ডিজিটাল পদ্ধতিতে মাঠ পর্যায়ে জনশুমারি শেষে বুধবার এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

তথ্যানুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ। যা ২০১১ সালে বৃদ্ধির হার ছিল ১.৪৬ শতাংশ, ২০০১ সালে ছিল ১.৫৮ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২.০১ শতাংশ, ১৯৮১ সালে ছিল ২.৮৪ শতাংশ। তথ্য বলছে, শুমারির শুরু থেকে এ পর্যন্ত ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।

আরও পড়ুন- দেশে পুরুষের চেয়ে নারী বেশি

এবারের জনশুমারি অনুযায়ী দেশে মোট পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনসংখ্যা ১২ হাজার ৬২৯ জন।

এর আগে ২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন এবং ১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।

১০ বছর অন্তর অন্তর দেশের জনসংখ্যা গণনা করার কথা থাকলেও করোনাসহ নানা কারণে এটি পিছিয়ে যায়।