প্রচ্ছদ ›› জাতীয়

দেশে দারিদ্র্যের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৩ ১৬:৪৫:১১ | আপডেট: ২ years আগে
দেশে দারিদ্র্যের হার কমেছে
প্রতীকী ছবি। সংগৃহীত

পারিবারিক আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২ অনুযায়ী, ২০১৬ সালের তুলনায় দেশে দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ কমে ১৮.৭ শতাংশে দাঁড়িয়েছে।

বুধবার রাজধানীর বিবিএস মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যুরো অব সেন্ট (বিবিএস)।

প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার ছিল ২০.৫ শতাংশ এবং শহরে এই হার ছিল ১৪.৭ শতাংশ।

এইচআইইএস- ২০১৬ অনুযায়ী, দেশে দরিদ্র জনসংখ্যা ছিল ২৪.৩ শতাংশ। অন্যদিকে, চরম দারিদ্র্যের হার ২০২২ সালে ৫.৬ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৬ সালে, চরম দারিদ্র্যের হার ছিল ১২.৯ শতাংশ।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশে গড় মাসিক পরিবারিক আয় বেড়ে ৩২ হাজার ৪২২ টাকা হয়েছে, যা ২০১৬ সালে পরিচালিত শেষ জরিপের তুলনায় ১০২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ এইচআইইএস অনুযায়ী, ২০১৬ সালে গড় মাসিক আয় ছিল ১৫ হাজার ৯৮৮ টাকা, যা ২০১০ সালের ১১ হাজার ৪৭৯ টাকা থেকে বৃদ্ধি পেয়েছিল।