প্রচ্ছদ ›› জাতীয়

দেশে প্রথমবারের মতো আইএসটিএ সনদ পেল লাল তীর

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৩ ১৯:০৪:৫৬ | আপডেট: ২ years আগে
দেশে প্রথমবারের মতো আইএসটিএ সনদ পেল লাল তীর

বিশ্বের সর্বোচ্চ বীজের মান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের (আইএসটিএ) স্বীকৃতি ও সনদ পেয়েছে লাল তীর সিড লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি। দেশের প্রথম কোনো বীজ পরীক্ষাগার এ সনদ পেল। ফলে এই ল্যাব থেকে সনদ প্রাপ্ত বীজ আন্তর্জাতিক মান পাবে, যা বিশ্বের যে কোন দেশে বীজ রপ্তানিতে সহায়তা করবে।

শুক্রবার গাজীপুরের বাসনে লাল তীর সিড লিমিটেডের প্রধান গবেষণা কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাল তীর সিড লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে খাদ্যের উৎপাদন দুই ভাবে বাড়ানো যায়। চাষাবাদের জমি বাড়িয়ে ও একই জমিতে অধিক ফসল ফলিয়ে। যেহেতু আমাদের জমির পরিমাণ বাড়নো যাবে না; তাই আমাদের জন্য দ্বিতীয় পথটাই খোলা রয়েছে। অল্প জমিতে অধিক ফসল ফলাতে হলে সবচেয়ে বেশি জরুরি হলো মানসম্পন্ন উচ্চফলনশীল বীজ। আমাদের সনদ প্রাপ্ত ল্যাব থেকে পরিক্ষা করে যে বীজ বাজারে যাবে তা আন্তর্জাতিক মানের হবে। কারণ আইএসটির মান গুলো মেনে এই ল্যাবে বীজ পরিক্ষা করে বাজারে ছাড়ার সনদ দেয়া হবে।

তিনি বলেন, এতোদিন আমরা অনেক দেশে বীজ রপ্তানি করতে পারিনি, কারণ আমাদের আন্তর্জাতিক মানের কোন সার্টিফিকেট ছিলো না, এখন তা হয়েছে। এখন আমরা যে কোন দেশে বীজ রপ্তানি করার উদ্যোগ নিতে পারবো। এতে বীজ রপ্তানি করে আমাদের বৈদেশিক মূদ্রা আরও বাড়বে।

এ সময় ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম। তিনি বলেন, লাল তীরের এমএনটি বীজ পরীক্ষাগার বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে বীজের মান নির্ণয়কারী পরীক্ষাগারগুলোর মধ্যে প্রথম বিশ্বের সর্বোচ্চ বীজমান প্রত্যয়ন সংস্থার স্বীকৃতি ও সনদ পেয়েছে। এখন থেকে এ পরীক্ষাগারের জারিকৃত বীজের গুণমানের প্রত্যয়পত্র বিশ্বের সকল দেশের সরকার ও বেসরকারি খাতে গ্রহণযোগ্য হবে।

লাল তীরের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম বলেন, বাংলাদেশে উৎপাদিত লাল তীরের বীজ দেশের গণ্ডির বাইরেও যেমন; মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় রপ্তানি করা হচ্ছে।

তিনি জানান, ২০১৫ সালে ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের সদস্য পদ অর্জন করার পর থেকে আমাদের পরীক্ষাগার তাদের সব পদ্ধতি-প্রক্রিয়া অনুসরণ করে বীজের গুণগতমান পরীক্ষা করে আসছে। এই সংস্থা ২০১৫ সাল থেকে দীর্ঘ সাত বছর আমাদের কার্য-প্রক্রিয়া ও পদ্ধতি যাচাই-বাছাই ও বহুমুখী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০২৩ সালের মে মাসে বীজ পরীক্ষাগারকে বিশ্ব মানসম্পন্ন হিসেবে স্বীকৃতি সনদ অনুমোদন করেছে।

এখন পর্যন্ত বিশ্বের ৮৩টি দেশের ১৩০টি ল্যাবরেটরি ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের স্বীকৃত এবং বীজের মান নির্ণয় ও সনদ দেওয়ার জন্য অনুমোদিত। এসব পরীক্ষাগার আন্তর্জাতিক বীজ বাণিজ্যের ক্ষেত্রে বীজের গুণমানের সনদপত্র (কমলা ও নীল) ইস্যু করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। এই সনদ বিশ্বব্যাপী স্বীকৃত।

অনুষ্ঠানে লাল তীর সিড লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও জেনারেল ম্যানেজার ড. আব্দুর রশিদসহ কোম্পানির অন্যান্যরা উপস্থিত ছিলেন।