প্রচ্ছদ ›› জাতীয়

দেশে সাকার মাছ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ১২:৩৬:০৯ | আপডেট: ২ years আগে
দেশে সাকার মাছ নিষিদ্ধ
সাকারমাউথ ক্যাটফিশ বা সাকার মাছ

বাংলাদেশ সরকার সাকারমাউথ ক্যাটফিশ (সাকার মাছ) আমদানি, চাষ, পরিবহন, বিক্রি, সরবরাহ বা সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দে স্বাক্ষরিত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

বলা হয়, ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট-১৯৫০’ এর প্রেক্ষিতে দুই জাতের মাছ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি সাকারমাউথ ক্যাটফিশ ও ক্লারিয়াস গ্যারিপিনাস মাছের কোনো প্রজাতির আমদানি, চাষ, পরিবহন, বিক্রয়, গ্রহণ, বাজারজাত, মজুদ, প্রকাশ বা অধিকার করতে পারবে না।