প্রচ্ছদ ›› জাতীয়

দেশের মাটিতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২২ ১৮:৫০:৩৮ | আপডেট: ৩ years আগে
দেশের মাটিতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বাংলাদেশের সীমান্তে এসে পড়েছে। তবে সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি নিস্ক্রিয় করার চেষ্টা করছেন।

রোববার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মর্টার শেল দুটি পড়ে।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। আজ দুপুরে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে এসে পড়া মর্টারশেল দুটো বিস্ফোরিত হয়নি। আশপাশের লোকজনকেও সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।