প্রচ্ছদ ›› জাতীয়

দৈনিক আমাদের সময়ের প্রকাশক বকস কল্লোল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৭:৪৮ | আপডেট: ২ years আগে
দৈনিক আমাদের সময়ের প্রকাশক বকস কল্লোল মারা গেছেন
এস. এম. বকস কল্লোল

দৈনিক আমাদের সময়ের প্রকাশক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. বকস কল্লোল (৫৯) মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ মুকিত।

তিনি বলেন, ‘আজ ভোর সাড়ে ৩টায় আব্বা হৃদরোগে আক্রান্ত হন। পরে রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দুপুর ১২টার দিকে দৈনিক আমাদের সময় প্রাঙ্গণে বকস কল্লোলের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে।

বকস কল্লোল স্ত্রী, এক ছেলে, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিক গ্রুপ এবং নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, পরিচালক আলী হোসেন চৌধুরী, এম আমানুল্লাহ ও দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার।