ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পরেছেন, বয়স্ক, শিশু, পরিবহন চালক ও সহকারীরা।
কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বুধবার ভোর ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘বুধবার ভোর ৩টার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে নৌপথে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।’
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী দুই প্রান্তে পারের অপেক্ষায় আটকে পড়েছে ছোট বড় বেশ কিছু যানবাহন। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পরেছেন, বয়স্ক, শিশু, পরিবহন চালক ও সহকারীরা।