ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশায় ভোর সাড়ে ৫টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, ফেরি বন্ধ থাকায় আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এছাড়া টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।