প্রচ্ছদ ›› জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৩ ২০:২২:৩৫ | আপডেট: ২ years আগে
দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে লঞ্চের যাত্রীদের ফেরিতে পারাপার হতে হচ্ছে।

দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা সুত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া খারাপ হওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ঘাটে আসা ঢাকাগামী যাত্রীরা লঞ্চে পার হতে না পেরে ফেরিতে পার হন।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের টিআই আফতাব উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বিকাল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’