শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার বলেছেন, বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বৈশ্বিক সংকটের মধ্যে কিছু মুনাফাখোর কালোবাজারী জনগণের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন শিল্প প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে, দেশের স্বাধীনতাসহ কল্যাণকর সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা সর্বদা প্রস্তুত রয়েছে।
তিন শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ১০ কেজি চাউলসহ খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন কামাল আহমেদ মজুমদার।