প্রচ্ছদ ›› জাতীয়

‘নকল’ মদ পান করে দুইজনের মৃত্যু, অসুস্থ ৩

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৩ ২০:১৬:০৪ | আপডেট: ২ years আগে
‘নকল’ মদ পান করে দুইজনের মৃত্যু, অসুস্থ ৩

যশোরে ‘নকল’ মদ পান করে দুইজনের মৃত্যু ও তিনজন অসুস্থ হয়ে পড়েছে। জেলার সদর উপজেলায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-সদর উপজেলার কচুয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসলাম (৪৫) ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন (২৯)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি ইসলাম ও জাকিরসহ পাঁচজন মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, ইসলাম ও জাকিরকে ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার বিকালে ইসলাম মারা যায় এবং শুক্রবার সকালে জাকির মারা যায়। আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক নাজমুল হাসান জানান, নিহতদের স্বজনরা লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেছেন।পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।