প্রচ্ছদ ›› জাতীয়

‘নতুন কাপড় কেনার টাকায় পরিবারের ৪ জনের সৎকার’

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৬:২৬ | আপডেট: ২ years আগে
‘নতুন কাপড় কেনার টাকায় পরিবারের ৪ জনের সৎকার’

মহালয়া দেখতে গিয়েছিলেন পরিবারের পাঁচ সদস্য। সেই যাওয়াই হলো তাদের শেষ যাত্রা। করতোয়ায় নৌকাডুবিতে একজন বেঁচে ফিরলেও প্রাণ গেছে চারজনের।

দুর্ঘটনায় স্ত্রী-পুত্রসহ পরিবারের চার সদস্যকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের হাতিডুবা ছত্রশিকারপুর গ্রামের বাসিন্দা রবিন চন্দ্র। তিনি পেশায় একজন ভাটাশ্রমিক।

জানা গেছে, নৌকাডুবিতে রবিনের স্ত্রীর সঙ্গে মারা যায় তার তিন বছর বয়সী ছেলে বিষ্ণু রায়। এ ছাড়া ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্করও (৩) মারা গেছেন।

নির্বাক রবিন চন্দ্র বলেন, ‘সারা দিন কাজ করে টাকা জমাচ্ছিলাম নতুন কাপড়-চোপড় কেনার জন্য। সেই টাকা দিয়ে এখন লাশ সৎকার করতে হবে।’

বাচ্চাটা নতুন কাপড় নেবে বলে খুব বায়না ধরেছিল উল্লেখ করে এই শ্রমিক আরও বলেন, ‘আমি বলেছিলাম, মহালয়া শেষ হলে তারপর কিনে দেব। আমার বাচ্চার আর নতুন কাপড় পরা হলো না। আমার আজ সব শেষ হয়ে গেল। কি নিয়ে বেঁচে থাকব আমি?’

এ প্রসঙ্গে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমার ইউনিয়নের আটজনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে চারজন রবিনের পরিবারের সদস্য। বিষয়টি আসলে অনেক কষ্টদায়ক। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মাড়েয়া আলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কমপক্ষে ৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট দ্বিতীয়দিনের মতো করতোয়া নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।