প্রচ্ছদ ›› জাতীয়

নতুন সড়ক নয়, রক্ষণাবেক্ষণে জোর দেয়া হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২২ ১৬:৪৭:২৩ | আপডেট: ৩ years আগে
নতুন সড়ক নয়, রক্ষণাবেক্ষণে জোর দেয়া হবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নতুন সড়ক তৈরির পরিবর্তে বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণে জোর দেয়া হবে। সেই সাথে আন্তঃজেলার সড়কগুলোকে চার লেন করার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার রাজধানীর একটি হোটেলে সিপিডি ও এশিয়া ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘বাংলাদেশে পাবলিক অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন : অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা’ শীর্ষক সংলাপে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন আর কোনো নতুন সড়ক প্রকল্প হাতে নেয়া হবে না। প্রয়োজনে ২/৩ বছর পর নতুন রাস্তা অনুমোদন করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সড়কের ঘনত্ব বিশ্বের সবচেয়ে বেশি। এক কিলোমিটার সড়ক ব্যবহারকারীর সংখ্যা ভারত বা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। তাই বিদ্যমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণের ওপর জোর দেয়া হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। প্রকল্প পঞ্চগড়, প্রজেক্ট পরিচালক ঢাকায় থাকেন। এটা কীভাবে ব্যাখ্যা করবেন? বরাদ্দ বা কাজের জন্য ঢাকায় হয়ত আসতে হবে, কিন্তু সার্বক্ষণিক ঢাকায় থাকা দরকার নেই। এটা আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ কাজের জায়গায় থাকতে চায় না।