প্রচ্ছদ ›› জাতীয়

নদী ভাঙনে দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭:২৮ | আপডেট: ২ years আগে
নদী ভাঙনে দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙনের কারণে দৌলতদিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর টার্মিনাল দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বুধবার ফেরি চলাচলের টার্মিনাল এলাকার ৫০ মিটার নদীগর্ভে চলে যাওয়ায় বিআইডব্লিউটিএ ফেরি চলাচল বাতিল করে।

ইতোমধ্যে কর্তৃপক্ষ ওই এলাকায় জিও ব্যাগ ফেলেছে। 

উপজেলার অন্যান্য আরও তিনটি ফেরিঘাট ভাঙনের হুমকিতে আছে। 

সম্প্রতি ইউএনবি’র প্রতিনিধি ফেরিঘাট এলাকায় সরেজমিনে দেখেন ভাঙন থেকে ঘাটের পল্টুন রক্ষায় বিআইডব্লিউটি’র ‘আইটি-৩৮০’ জাহাজের সাহায্যে সেটিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 

নদী ভাঙন ঝুঁকিতে থাকা ১০টি দোকানকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 

বিআইডব্লিউটিএ’র সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম অব্যাহত আছে। বুধবার পর্যন্ত ২০০ ব্যাগ ফেলা হয়েছে।