প্রচ্ছদ ›› জাতীয়

দুর্ঘটনার ৩০ শতাংশই সকালে

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২ ১৪:২৯:৪৪ | আপডেট: ১ year আগে
দুর্ঘটনার ৩০ শতাংশই সকালে
ফাইল ছবি

নভেম্বর মাসে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ ৩০ শতাংশ দুর্ঘটনা সকালের সময় সংঘঠিত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নভেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ভোরে ৪.১০%, সকালে ৩০.০২%, দুপুরে ১৭.৪৯%, বিকালে ১৯.৪৩%, সন্ধ্যায় ১০.১৫% এবং রাতে ১৮.৭৯% ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৫৪ জন এবং আহত হয়েছেন ৭৪৭ জন। নিহতের মধ্যে নারী ৭৮, শিশু ৭১। ১৯৪ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৯ জন, যা মোট নিহতের ৪১.৩৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.৯০ শতাংশ। দুর্ঘটনায় ১২৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২২.২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৯ জন, অর্থাৎ ১৪.২৫ শতাংশ।

এই সময়ে ৩টি নৌ-দুর্ঘটনায় ৫ জন নিহত, ৭ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছে। ৮টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।