প্রচ্ছদ ›› জাতীয়

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

ইউএনবি
৩১ মে ২০২৩ ১০:২৩:০২ | আপডেট: ২ years আগে
নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিওয়াজু বোলা আহমেদ তিনুবুর অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

নাইজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্টের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণের প্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী আবুজাস্থ ঈগল স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের সপ্তম গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার এই আয়োজনে বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং ঊচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী ঊচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সৌজন্যে আয়োজিত উদ্বোধন পরবর্তী মধ্যাহ্ন ভোজেও যোগ দেন।

উল্লেখ্য, সম্প্রতি নাইজেরিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অর্থনীতি বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ১৭ সদস্যের একটি মাল্টিসেক্টরাল প্রতিনিধিদল এ বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফর করে।

বাংলাদেশ ও নাইজেরিয়ার সরকার কৃষি, যোগাযোগ, মানবসম্পদ রপ্তানি, শিক্ষা, তথ্য, নৌ ও বিমান পথে যোগাযোগ, প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কন্টাক্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।