প্রচ্ছদ ›› জাতীয়

নাজিরাবাজারে জুতা কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২২ ১৭:৪৬:১৮ | আপডেট: ২ years আগে
নাজিরাবাজারে জুতা কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলুরবাজার এলাকার একটি ৫ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, বিকেল ৫টার দিকে পুরান ঢাকার আলুর বাজারে জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ৫টা ০৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌঁছায়। পরে আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।