নাটোরের বড়াইগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার আহম্মেদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম উপজেলার জোয়াড়ি কাঁচুটিয়া গ্রামের মো. আব্দুল্লাহর স্ত্রী।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন জানান, সকালে গৃহবধূ পারুল ব্যাটারিচালিত অটোভ্যানে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে আহম্মদপুর বাজারে সড়ক নির্মাণ কাজে চলাচলকারী বিটুমিনের একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে পারুল রাস্তার উপর পড়ে যান। তখন ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।