প্রচ্ছদ ›› জাতীয়

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫১:১৮ | আপডেট: ২ years আগে
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর এলাকা এ ঘটনা ঘটে।

মৃত ইউসুফ হোসেন (২) নামে উপজেলার পশ্চিম মাধনগর এলাকার শাহিনুরের ছেলে।

এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে ইউসুফ বাড়ির উঠানে খেলা করতে করতে পাশের ডোবায় পড়ে যায়। পরে তার মা বাচ্চাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের ডোবায় ভাসতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধনগর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।