প্রচ্ছদ ›› জাতীয়

নামাজ শেষে ফেরার পথে অ্যাম্বুলেন্সের চাপায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২ ১৭:৩০:০৯ | আপডেট: ৩ years আগে
নামাজ শেষে ফেরার পথে অ্যাম্বুলেন্সের চাপায় মৃত্যু

ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল জব্বার (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল জব্বার উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে। তিনি ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার হাজী রোডের পান ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আব্দুল জব্বার স্থানীয় ইমাদপুর বড় মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আব্দুল জব্বার। ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়ক পারাপার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মহাসড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে তার আত্মীয়রা বাড়ি নিয়ে গেছেন। অভিযুক্ত অ্যাম্বুলেন্স ও এর চালককে আটক করার কার্যক্রম অব্যাহত রয়েছে।