রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে সেনা, নৌ ও বিমানবাহিনী কাজ করছে। এ ছাড়া যোগ দিয়েছেন র্যাব ও বিজিবির সদস্যরাও।
আগুন লাগার পরই পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ জানান, শনিবার ভোরের দিকে নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।