প্রচ্ছদ ›› জাতীয়

নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘চিত্রাং’

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২২ ১৩:৪১:২৬ | আপডেট: ৩ years আগে
নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘চিত্রাং’
ফাইল ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর সম্ভাব্য নাম হতে পারে চিত্রাং।

শুক্রবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিম্বঙ্গের সাগরদ্বীপ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।

বর্তমান বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০-৮৫ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলাদেশ উপকূলের সুন্দরবন থেকে প্রায় ৮০ কি.মি দক্ষিন-পশ্চিমে অবস্থান করছে।

এদিকে দেশের ১৫টি জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে বলে শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এই জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।

এছাড়াও নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার যা দমকা হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।