প্রচ্ছদ ›› জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা ফেরি কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২২ ০৯:৪৯:০১ | আপডেট: ৩ years আগে
নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা ফেরি কনকচাঁপা

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মালবাহী ট্রাকসহ ফেরি কনকচাঁপা মেঘনা নদীর চরে আটকা পড়েছে।

শনিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ফেরিতে থাকা বাবুর্চি আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কনকচাঁপা মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে রওনা দেয়। ঘাট থেকে আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে ওঠা চরে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে।

তাৎক্ষণিকভাবে ঘাট থেকে ফেরি কদম এনে আটকা পড়া কনকচাঁপাকে হেলান দিয়ে রাখা হয়েছে। তবে ফেরিতে কোনো যাত্রী নেই বলে জানান হালিম।

মজু চৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ‌ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।