প্রচ্ছদ ›› জাতীয়

নির্বাচনের দিন ঢাকার রাজপথে নীরবতা

টিবিপি ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪ ১৩:৩৯:৩৭ | আপডেট: ৪ মাস আগে
নির্বাচনের দিন ঢাকার রাজপথে নীরবতা

রোববার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে এক যোগে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে ভোটের দিন সকাল থেকেই রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। কড়া নীরপত্তার চাদরে ঢাকা রাজধানীতে বিরাজ করছে নীরবতা।

নির্বাচনের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করায় ঢাকার রাস্তায় চলাচলকারী গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ঢাকার বাসিন্দারা তাদের নিকটতম ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য হেঁটে বা রিকশা ব্যবহার করে গিয়েছেন। এমনকি অন্যদিনের তুলনায় রিকশার সংখ্যাও কম দেখা গেছে।

রাজধানীর ভাটারা, বাড্ডা, রামপুরা, বনানী, মহাখালী, শান্তিনগর, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, কাকরাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত যানবাহনের উপস্থিতিও কম দেখা গেছে।

শপিংমল, মার্কেট ও প্রধান সড়কের দোকানপাট বন্ধ থাকলেও আবাসিক এলাকার কিছু মুদি দোকান জনসাধারণের জন্য খোলা থাকতে দেখা গেছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ও শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার সড়কে টহল দিচ্ছে। 

নির্বাচনের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বিএনপি ও এর সহযোগী দলগুলো।