প্রচ্ছদ ›› জাতীয়

নূর আলীর নেতৃত্বাধীন বায়রার নতুন কমিটির সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৯:১০ | আপডেট: ২ years আগে
নূর আলীর নেতৃত্বাধীন বায়রার নতুন কমিটির সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)’র নবনির্বাচিত কমিটির সদস্যরা।

সোমবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে তারা সাক্ষাৎ করেন।

এ সময় মন্ত্রী ইমরান আহমদ বায়রার নর্বনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, শ্রমবাজার নিয়ে বায়রার নেতারা মন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রীকে অবহিত করে মন্ত্রণালয়ের সহযোগিতা চান।

এ সময় বায়রার নবনির্বাচিত সভাপতি মো. আবুল বাশার ও মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান, আলী হায়দার চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বায়রার নির্বাচনে মোহা. নূর আলীর নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের ২৩ জন বিপুল ভোটে জয়লাভ করে।