নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
রেবেকা মমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বজন মোহাম্মদ তোফায়েল আহমেদ।
তিনি এক কন্যাসহ অসংখ্য ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
রেবেকা মমিনের নামাজের জানাজা প্রথম জানাজা সকাল ১০টায় ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা সন্ধ্যা ৬টায় মোহনগঞ্জে অনুষ্ঠিত হবে। সেখানেই স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
রেবেকা মমিনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি।