প্রচ্ছদ ›› জাতীয়

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৩ ১৭:১৪:৪৭ | আপডেট: ২ years আগে
নেত্রকোনায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার গোবিন্দপুর এলাকার রমেশ সরকার এবং বারহাট্টা উপজেলার মানস গ্রামের আরাধন দাস।

আহতরা হলেন-ঠাকুরকোনা গ্রামের জেসমিন ও মুক্তা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর হক নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, পিকআপ ভ্যানচালককে আটক করা হলেও অটোরিকশা চালক পলাতক রয়েছে।

এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।