নোয়াখালীর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান।
তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবারসহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সূত্র: বাসস