পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকাল থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তেমনই একজন সারোয়ার হোসেন। তিনি একাই ১১টি লাশ উদ্ধার করেছেন। সারোয়ার উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের পাকাপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
সারোয়ার হোসেন বলেন, ‘নৌকাডুবির পর কয়েকজনকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজে সহায়তা করি। আমি নিজ হাতে ১১টি লাশ উদ্ধার করেছি। এখানে ধর্ম-বর্ণ কোনো বাধা না। মানুষের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমার সঙ্গে আরও স্থানীয় মানুষ সম্পৃক্ত আছেন।’
রোববার দুপুর আড়াইটার দিকে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। অতিরিক্ত যাত্রীর কারণে করতোয়া নদীতে ডুবে যায় নৌকাটি।
এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৬০ জনের মধ্যে নারী ২৮ জন, পুরুষ ১৫ জন ও ১৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় এখনো ২০ জন নিখোঁজ রয়েছেন।