প্রচ্ছদ ›› জাতীয়

নৌপরিবহন খাতে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাজ্য

বাসস
০৩ ডিসেম্বর ২০২২ ১২:৫২:১৪ | আপডেট: ২ years আগে
নৌপরিবহন খাতে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

শুক্রবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লন্ডনে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ভেরোনেস ভেরির সাথে তাঁর অফিসে সাক্ষাতকালে ব্রিটিশ মন্ত্রী এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

ব্রিটেনের মন্ত্রী বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিন খাতেও সহযোগিতার কথা এ সময় জানান।

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হক এবং ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১২৮তম কাউন্সিল অধিবেশনে যোগ দেয়ার লক্ষে ২৯ নভেম্বর লন্ডনে পৌঁছেন। নৌপরিবহন অধিপ্তরের মহাপরিচালক তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।