প্রচ্ছদ ›› জাতীয়

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২২ ২০:৪০:৪৩ | আপডেট: ২ years আগে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
প্রতীকী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চলন্ত গাড়ি থেকে সেই ককটেল নিক্ষেপ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।