প্রচ্ছদ ›› জাতীয়

পঞ্চগড়ে সড়কে স্বামীর সামনে মাদরাসা শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২২ ২১:২৯:৪৭ | আপডেট: ২ years আগে
পঞ্চগড়ে সড়কে স্বামীর সামনে মাদরাসা শিক্ষিকার মৃত্যু

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদরাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষিকা আনোয়ারা খানম আনু (৪০) একই উপজেলার শালবাহান বাজার এলাকার বাসিন্দা।

তিনি ওই এলাকার জহির রায়হানের স্ত্রী এবং শালবাহান দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আনু জহির রায়হানের মোটরসাইকেলযোগে দিনাজপুর যাচ্ছিলেন। তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে পিছনে বসে থাকা আনু সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদরাসা শিক্ষিকা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।