পদ্মা সেতুতে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিমুখের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার সেলফিটি তুলেছেন প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘পদ্মা সেতু’ লিখে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেছেন।
মামুন আল মাহতাব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে লিখেছেন, পদ্মা সেতুতে বঙ্গবন্ধু পরিবার।
আরও পড়ুন- ছেলে-মেয়েকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এর চেয়ে ভালো ছবি আর কী হতে পারে! সজীব ওয়াজেদ জয় তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বোন সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে স্বপ্নের পদ্মা সেতুতে।’
সিলভিয়া পারভেন লেনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘কী সুন্দর ছবি?’
ছবিটি শেয়ার করে আদনান শরীফ লিখেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ছবি।’
ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের ভবিষ্যৎ এই সুখের মায়ায় ভরে উঠুক।’
গত মাসে উদ্বোধনের পর প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে সোমবার সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া করেন।
ছেলে সজিব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যায় অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন। শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।