প্রচ্ছদ ›› জাতীয়

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

০৯ জুলাই ২০২২ ১৭:২১:৪২ | আপডেট: ৩ years আগে
পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
ফাইল ছবি

পদ্মা সেতু দিয়ে শুক্রবার রেকর্ড পরিমাণ ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশী ড. মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে এই টোল আদায় হয়। সেতুতে যান চলাচল শুরু পর এদিনই সর্বোচ্চ টোল উত্তোলন।

তিনি জানান, এই সময়ে মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬৬৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬ টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০টাকা।

এর আগে সর্বোচ্চ ১ জুলাই সেতুতে ৩ কোট ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছিল।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন এবং পরদিন সকালে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় প্রতিদিনই টোল আদায় আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে বলে জানান ডা. মাহমুদুর রহমান।